গির্জা এখন মসজিদ

Posted on

girja_aaঢাকা: ইতালির শিল্প-সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র ভেনিস। ঐতিহাসিক বহু স্থাপনা থাকায় গোটা শহরটিকেই বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে ইউনেস্কো। সেই শহরের একটি ক্যাথলিক গির্জা ‘সান্তা-মারিয়া দেলা মিসরিকর্দিয়া’। সেই গির্জাটিকেই মসজিদ বানিয়েছেন সুইজার‍ল্যান্ডের শিল্পী ক্রিস্টোফ বুয়েচেল। খবর এএফপির।

শিল্পী ক্রিস্টোফ বুয়েচেল জানান, দীর্ঘদিন দর্শনার্থী না যাওয়ায় গির্জাটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সেটিকেই কাজে লাগিয়ে ভেনিসের ৫৬তম দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনীতে গির্জাটিকে মসজিদ বানিয়েছেন তিনি। লক্ষ্য, আন্তধর্মীয় সহনশীলতা বাড়ানো।

See more at: http://www.dhakatimes24.com/2015/05/10/65382/%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6#sthash.zrZvMMLh.dpuf

এখানে আপনার মন্তব্য রেখে যান